শিশুদের পুতুল নিয়ে খেলা খুবই পছন্দ। প্রায় সব দেশেই পুতুল খেলনার চাহিদা রয়েছে। বিশ্বজুড়ে পুতুল খেলনার চাহিদার অন্যতম স্থান জুড়ে রয়েছে বার্বি ডল। ছোট্ট মেয়েদের বার্বি ডল বেশ পছন্দ। এমনকি বার্বি ডলের পোশাক, সাজকেও অনুকরণ করতে দেখা যায়। ফ্যাশনেবল বার্বির ফ্যাশন লুকও ছোট থেকে বড় সবার কাছেই প্রিয়। তাইতো জন্মদিন কিংবা কোনো বিশেষ দিনে বার্বির থিম দিয়ে সাজানো হয় পুরো অনুষ্ঠান।
বার্বি ডলের যতগুলো খেলনা এই পর্যন্ত বাজারে এসেছে সবই জনপ্রিয়তা পেয়েছে। এবার বার্বিকে আরেকটু ভিন্নভাবে উপস্থাপন করেছে নির্মাতা প্রতিষ্ঠান। শিশুদের জনপ্রিয় বার্বি পুতুলের নির্মাতা ম্যাটেল এবার ব্যতিক্রমধর্মী উদ্যোগে `ব্লাইন্ড` বার্বি বাজারে এনেছে। যার হাতে রয়েছে সাদা-কালো রঙের ছড়ি।
হ্যা, এবার বার্বি ডলের কালেকশনে যুক্ত হলো অন্ধ বার্বি। অন্ধত্ব মানুষের অবয়বে তৈরি হয়েছে পুতুলটি। অন্ধ মানুষরা যেভাবে তাকিয়ে থাকেন বার্বিও মুখভঙ্গিমা ঠিক তেমনই। ছড়ির অগ্রভাগের অংশটি লাল রং করা হয়েছে। আর বাকি অংশ সাদা রঙের। ঠিক যেমনটা থাকে অন্ধ ব্যক্তিদের হাতে। সেই সঙ্গে বার্বির চোখে একজোড়া চশমাও যোগ করা হয়েছে। শুধু তাই নয়, ডলের প্যাকেটে অন্ধদের পড়ার উপযোগী ব্রেইল ভাষা ও বার্বির জন্য বিশেষ পোশাক সংযুক্ত করা হয়েছে।
অ্যামেরিকান ফাউন্ডেশন ফর দ্য ব্লাইন্ডের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ম্যাটেল এই অন্ধ বার্বি ডল তৈরি করেছে। যা বাজারে আসতেই নেটিজেনদের নজর কাড়ে। বিশেষজ্ঞরা বলছেন, এই বার্বি তৈরি করে ম্যাটেলের সামাজিক অন্তর্ভুক্তিতে উল্লেখযোগ্য অবদান ফুটে উঠেছে। মতে, অন্ধত্ব বা চোখের সমস্যায় ভুগছেন এমন মানুষদের নিখুঁত প্রতিফলন ঘটেছে এই ডলে। তাই শারীরিক প্রতিবন্ধকতার শিকার মানুষদের অধিকারের জন্য আন্দোলনরত মানবাধিকার কর্মীরা এটিকে `যুগান্তকারী` বলে অভিহিত করেন।
কয়েক বছর আগে ম্যাটেল ও বার্বি পুতুলের বিরুদ্ধে অভিযোগ উঠে। ম্যাটেল বার্বি ডলের মাধ্যমে প্রথাগত সৌন্দর্যের মানদণ্ডের প্রচারণা চালানো হয় বলে অভিযোগ তুলেন অনেকে। কয়েকটি দেশে বার্বি ডল বয়কটের সিদ্ধান্তও আসে। সেই থেকে বার্বি ডলের বেচা কেনায় ভাটা পড়ে। এরপরই ২০১৬ সাল থেকে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে বার্বি ডল বাজারে আনে নির্মাতা প্রতিষ্ঠানটি। কখনো শাড়ি পরা ভারতীয় নারীর রূপে কিংবা বোরখা পরা আরবের নারীর রূপেও বার্বি ডলকে সাজানো হয়। ২০১৯ সালে ম্যাটেল `বার্বি ফ্যাশনিস্তা` সিরিজে হুইলচেয়ার, কৃত্রিম পা, হিয়ারিং এইডসহ বিভিন্ন শারীরিক অক্ষমতায় ভোগা মানুষের প্রতিনিধিত্ব করা বার্বি ডলকে খুঁজে পাওয়া যায়। সেই ধারাবাহিকতায় এই বছর অন্ধ বার্বির মাধ্যমে ডাউন সিন্ড্রোমে আক্রান্ত মানুষের প্রতিনিধিত্ব করা হয়েছে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেল।